বগুড়ার কাহালুতে গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে শিক্ষার্থীদের হামলার ঘটনায় ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল দুপুরে কাহালু পৌর সদরের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জামগ্রাম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মেজবাবুর রহমান, সিয়াম, আবু হানিফ, নবম শ্রেণির ছাত্র আবদুল্লাহ বাবু ও অষ্টম শ্রেণির ছাত্র শিবলি সাদিক।
জামগ্রাম উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফজলুল হক জানান, ছাত্ররা বাড়িতে ফেরার পথে কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে ছাত্ররা দুই দিক থেকে হামলা করলে ছয় ছাত্র আহত হয়।
কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, বিজয়ী দল বাড়িতে ফেরার পথে তাদের ওপর হামলা চালায় পরাজিত দল। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওসি শাহীনুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।