নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে শামীম ওসমানের লোকজন বসে আছেন। তারা এখনো গ্রেপ্তার হয়নি। ১০ থেকে ২০টি হত্যাকাণ্ডের পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। বরং প্রশাসন তাদের পাহারা দিয়ে রেখেছেন- এমন অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের বহুল আলোচিত হত্যাকাণ্ড তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী। গতকাল চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোক প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এদিন তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩৯ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে।
রফিউর রাব্বী আরও বলেন, শেখ হাসিনার হস্তক্ষেপে দীর্ঘদিন ত্বকী হত্যার বিচার কার্যক্রম আটকে থাকার পর অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার কারণে ত্বকী হত্যার বিচার পুনরায় শুরু হয়েছে।