নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হুরুন নেছা (৫০) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দক্ষিণ দামাদরদী এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার ওসি আবদুল বারী এ তথ্য নিশ্চিত করেন। হুরুন নেছা দক্ষিণ দামাদরদী গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
ছেলে মামুন জানান, বুধবার রাত ১২টায় তার মা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। ফিরে না আসায় রাত ১টার দিকে পরিবারের সবাই খুঁজতে থাকেন। বাড়ির পাশে টিউবওয়েলের সামনে ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তাঁর মৃত্যু হয়।