দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল, কুমিল্লা, ময়মনসিংহ ও চট্টগ্রামে এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- টাঙ্গাইল : কালিহাতী উপজেলার সল্লা এলাকায় মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল ভোরে দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। নিহতরা হলেন- ট্রাকচালক ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামের আনোয়ারুল ইসলাম (৪০) ও সহকারী আরাজি চশমপুর বেলতুলি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২২)। ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মহাসড়কের সল্লায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতে থাকা তিনজন ভিতরে আটকা পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টার পর তাদের উদ্ধার করেন। কুমিল্লা : চৌদ্দগ্রামে সড়কে ছিটকে পড়ে দেলোয়ার হোসেন (২৫) ও সাগর (২৩) নামের মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। অপর আরোহী রায়হান গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উজিরপুর ইউনিয়নের ছামচেড়ি এলাকায়। নিহতরা সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের বাসিন্দা। ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় সুফিয়া খতুন (৬২) ও মিঞ্জু আক্তার (৩২) নামে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার রাংচাপড়া এলাকায় সংঘর্ষে নিহত হন সুফিয়া। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ব্রিজের ওপর দুর্ঘটনায় মিঞ্জু আক্তার নিহত ও দুজন আহত হন। চট্টগ্রাম : ফটিকছড়ি উপজেলার কাটিরহাট এলাকায় বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ তারেকুল ইসলাম (২৮)।
শিরোনাম
- বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেফতার
- নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
- খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
- হেফাজতে ইসলামের খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন
- ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা
- দখল-চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : গণতন্ত্র মঞ্চ
- পুলিশকে মারপিটে উসকানির অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
- কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নবীউল্লাহ নবীর মতবিনিময়
- ‘স্বৈরাচার শেখ হাসিনা ভারতের দালাল’
- অগ্নিকাণ্ড প্রতিরোধে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ
- ফরিদপুরে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদ যুবদলের
- ‘খুনি হাসিনা দেশ থেকে পালালেও ষড়যন্ত্র এখনও শেষ হয়নি’
- পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের নতুন কর্মসূচি ঘোষণা
- চট্টগ্রামে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
- ‘হাসিনা ভারতের পুতুল, যেভাবে নাচায় সেভাবে নাচে’
- মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে : গভর্নর
- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় চারজন গ্রেফতার
- কমল স্বর্ণের দাম
- ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের