নেত্রকোনার কলমাকান্দা পূজার অঞ্জলি দিতে মন্দিরে যাওয়ার পথে নৌকাডুবে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে মাস্টারবাড়ি মন্দিরে যাওয়ার পথে গতকাল কালীবাড়ি খালে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- অমিত তালুকদার (৮) ও ঋতু তালুকদার (২০)। তারা একই বাড়ির দুই পরিবাবের সদস্য। অমিত ওই গ্রামের বিপ্লব তালুকদারের ছেলে এবং তৃতীয় শ্রেণির ছাত্র। ঋতু কলমাকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী ও সঞ্জয় তালুকদারের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, হরিণধরা গ্রামের পশ্চিমপাড়ায় মাস্টারবাড়িতে প্রতিবছর দুর্গাপূজা হয়। পূর্বপাড়ার লোকজনকে মন্দিরে যাওয়ার জন্য নৌকায় খাল পাড়ি দিতে হয়। অষ্টমীতে গতকাল সকালে অঞ্জলি দিতে ডিঙি নৌকায় এক বাড়ির ছয়জন খাল পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। চারজন সাঁতরে তীরে আসতে পারলে ডুবে যায় দুজন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, একে তো হাওর এলাকা তার ওপর খালও রয়েছে। বন্যায় হাওর খাল একাকার হয়ে পড়ায় বোঝা যায়নি। ছোট নৌকা স্রোতে ডুবে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। কলমাকান্দার ইউএনও (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শহিদুল ইসলাম লাশ সৎকার কাজের জন্য প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন।