প্রায় সারা বছরই নারায়ণগঞ্জের ফতুল্লার রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকে। এ ছাড়া বৃষ্টি হলে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। বাসাবাড়িতেও পানি ওঠে। কয়েক দিনের বৃষ্টিতে ফতুল্লার রাস্তাঘাট, বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। চরম দুর্ভোগের সৃষ্টি করেছে হাজার হাজার বাসিন্দার। এ এলাকায় বসবাস করাই দুষ্কর হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, কয়েক দিনের বৃষ্টিতে ফতুল্লার লালপুর, পৌষাপুকুর পাড়, আল-আমিন বাগ, সস্তাপুর, লালখা, দাপা, কুতুবপুর ও নন্দলালপুরে কোথাও হাঁটু, কোথাও বুক সমান ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি জমেছে। কিছু কিছু রাস্তায় সারা বছরই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি জমে থাকে; যা এলাকাবাসীর জন্য ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে। তাদের হেঁটে যাতায়াতেরও কোনো উপায় নেই। নৌকা বা ভ্যানে যাতায়াত করতে হয়। এসব এলাকায় অনেকেই ভাড়া বাসা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেছেন। তবে স্থায়ী বাসিন্দাদের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি নিয়েই বসবাস করতে হচ্ছে। তারা না পারছেন এলাকা ছেড়ে চলে যেতে, না পারছেন থাকতে। এ অবস্থায় তারা জনপ্রতিনিধির সহযোগিতাও পাচ্ছেন না। শুধু আশ্বাসের বাণীই শুনে যাচ্ছেন। সমাধান হচ্ছে না। মুদি দোকানি খলিল বলেন, ‘দীর্ঘদিন ধরেই এ সমস্যা চলছে। জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসই দেন, সমস্যার সমাধান হয় না। বাড়িওয়ালাদের বিপদ। ভাড়াটিয়ারা ভাড়া না দিয়েই পালিয়ে যান। একেকজনের দু-তিন মাসের ভাড়া আটকে রয়েছে। ভাড়া চাইব সে সুযোগ নাই।’ তিনি আরও বলেন, ‘এক দিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে। গতবার এমপি সাহেব এসে বলেছিলেন কাজ হবে। কিন্তু আমরা কোনো ফল পাইনি।’ আরমান নামে আরেকজন বলেন, ‘আমাদের কোমরসমান পানি উঠেছে। কী করব কোনো কাজকাম নাই। দোকানপাট বন্ধ। চলাফেরায় কষ্ট।’ রুনু আক্তার নামে এক নারী বলেন, ‘ভোরে উঠে কাজে যেতে হয়। কিন্তু পানির কারণে যেতেই পারি না। কোমরের ওপরে উঠে যায় পানি। ভ্যানগাড়ি দিয়ে যেতে হয়। এ ভাড়ার টাকা কোথায় পাই?’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ‘আমি কয়েক দিন আগে এখানে যোগদান করেছি। ফতুল্লাবাসীর কাছ থেকে নানা অভিযোগ পেয়েছি। বর্তমানে এখানকার বড় সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা সমাধানে আমি কুতুবপুর ইউনিয়ন পরিষদের সচিব, প্যানেল চেয়ারম্যানসহ এলাকাবাসীর সঙ্গে আলোচলা করেছি। মূলত অধিকাংশ জনপ্রতিনিধি পলাতক থাকায় এ সমস্যা সমাধানে আমাদের কিছুটা ঝামেলায় পড়তে হয়েছে। চেষ্টা করছি, শিগগিরই ফতুল্লা থেকে জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার।’