দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূসহ ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- টাঙ্গাইল : কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে ছয়জন আহত হন। শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার চালক ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের চেংটাপাড়া এলাকার শওকত মন্ডল ও যাত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়ার নয়ন চন্দ্র দাস। এর আগে শুক্রবার ভোরে একই স্থানে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। চট্টগ্রাম : হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ইমন হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন রাউজান উপজেলার সাতলংগা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। বগুড়া : বগুড়ায় গতকাল বাসের চাকায় পিষ্ট হয়ে মজনু মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গাইবান্ধা : সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নাটোর : বড়াইগ্রামে ট্রাকচাপায় নিহত হয়েছেন সুজলা রোজারিও (৪০) নামে এক গৃহবধূ।