বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার তিন আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় তাদের আটক করা হয়। শুক্রবার দৌলতপুর সীমান্তের চিলমারি ইউনিয়নের উদয়নগর সীমান্ত এলাকার আতারপাড়া গ্রামের আকবর আলীর (৫৫) বাড়িতে অভিযান তাদের আটক করা হয়। আটকরা হলেন- নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সহযোগী চক বৈদ্যনাথ গ্রামের রাশেদুল ইসলাম কোয়েল (৩৭), রাশেদুলের সহযোগী নাটোর সদরের উত্তর বড়গাছার রেজাউল ইসলাম (৩০) ও রাজশাহীর বাঘা উপজেলার হাকিমপুর গ্রামের আমিনুল ইসলাম ডাবলু (৪২)। কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মাহবুব মুর্শেদ রহমান শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা বাংলাদেশি মাদক কারবারি। তাদের মধ্যে রাশেদুল এবং রেজাউলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা এবং হত্যায় জড়িত থাকার অভিযোগেও মামলা রয়েছে।