টাঙ্গাইলের গোপালপুর থেকে অপহরণের তিন দিন পর গাজীপুরের কালিয়াকৈর থেকে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার গোয়ালবাথান এলাকায় বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাইহানুল ইসলাম আরাফ (৬) টাঙ্গাইলের গোপালপুর থানার সাঙ্গাপাড়া এলাকার খন্দকার রাসেলের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ৯ অক্টোবর টাঙ্গাইলের গোপালপুর থানার সাঙ্গাপাড়া এলাকা থেকে আরাফকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গোপালপুর থানায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে অপহরণ মামলা করেন তার পরিবার। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ওই শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।