বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিএনপি। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম নেতৃবৃন্দকে নিয়ে গতকাল শহরের রেল রোড থেকে শুরু করে বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাগেরহাটে ৬ অক্টোবর থেকে এ কার্যক্রম চলছে।
লিফলেট বিতরণকালে গতকাল উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, বিএনপির শেখ মাহাবুবুর রহমান টুটুল প্রমুখ।