মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনে মাদারীপুরের শিবচর পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার ট্রলার থেকে চারটি ব্যাটারি, দুটি কন্ট্রোলার, ২০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে পাঁচজনকে। শনিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল ভোর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস।
অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযানের প্রথম দিনেই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃত্বে নৌ-পুলিশ ও মৎস্য অফিসের টিম পদ্মায় অভিযান চালিয়েছে।