সদর দক্ষিণ উপজেলার নির্ভয়পুরে বাবার দায়ের কোপে মারিয়া (৫) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে তার লাশ মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত বাবা তাজুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ সন্দেহভাজন হিসেবে তাজুল ইসলামকে আটক করে। তার দেওয়া তথ্যমতে, বাড়ির পাশের ভারত-বাংলাদেশ সীমান্তের ২০৯৩ নম্বর পিলারের বাংলাদেশ অংশে মারিয়ার মাটিচাপা লাশ পাওয়া যায়। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম পুলিশকে জানান, গত শুক্রবার সকালে মারিয়াসহ তিনি গাছের চারা রোপণ করতে যান। একপর্যায়ে মেয়েকে একটি গাছের ডাল নিয়ে আসতে বলেন। সে কথা না শোনায় হাতে থাকা দা দিয়ে গলায় কোপ দিলে মারিয়া ঘটনাস্থলেই মারা যায়।