নারায়ণগঞ্জের বন্দরে সোহান (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বন্দরের রুপালি বাগান এলাকায় গতকাল রাতে ও হত্যাকান্ড ঘটে। সোহান রুপালি বাগান এলাকার হোসিয়ারিশ্রমিক সালাম মোল্লার ছেলে। সে বন্দর ঘাটে যানজট নিরসনকর্মী হিসেবে কাজ করত।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে কয়েকজনের বিরোধ চলছে। রবিবার রাতে বিবদমান গ্রুপের লোকজনদের সঙ্গে তর্কের একপর্যায়ে সোহানকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।