চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিজের ককটেলে রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের কবজি বিচ্ছিন্ন এবং দুজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে শিবগঞ্জ পৌরসভার মরদানা-আইয়ুব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শিবগঞ্জ পৌরসভার বিরাহামপুর মহল্লার রবিউল, আমিনুল হক (৩৫) ও বিরাহিমপুরের বাবু (৩৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সকালে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মর্দনা-আইয়ুব বাজারে আওয়ামী লীগের আবদুল গ্রুপ ও ইসমাইল গ্রুপের লোকজন তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে রবিউলের নিজের ককটেলে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া আরও দুজন আহত হন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে নেওয়া হয়। এলাকাবাসী জানায়, আহতরা ইসমাইল গ্রুপের এবং প্রতিপক্ষরা আবদুল গ্রুপের লোক। তবে দুই গ্রুপই আওয়ামী লীগের সমর্থক।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, মর্দনা এলাকায় আধিপত্য বিস্তার করতেই ককটেলের বিস্ফোরণের ঘটানো হয়। এ ঘটনায় নিজের ককটেলে রবিউল ইসলাম নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।