সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবদুল হাই বাচ্চু (৩৮) নামে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত মিশুক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মধুপুর কবরস্থানের পাশে রবিবার রাতে এ ঘটনা ঘটে। রাতেই অভিযুক্ত দুজনকে আটক এবং ছিনতাই হওয়া মিশুক উদ্ধার করেছে পুলিশ। ওসি রাকিবুল হাসান জানান, বাচ্চুকে হত্যার পর লাশ ডোবায় ফেলে রাখা হয়। ছিনতাই হওয়া মিশুক উদ্ধার এবং ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। আবদুল হাই বাচ্চু চেংটিয়া চান্দপাড়ার আফসার আলীর ছেলে। গ্রেপ্তাররা হলো- জাহাঙ্গীর আলম (৩৫) ও মংলা মিস্ত্রি (৫০)।
নিহতের স্ত্রী সাজেদা খাতুন জানান, রবিবার বিকালে তার স্বামী মিশুক নিয়ে বের হন। রাত ১০টার দিকে জানতে পারেন মধুপুর কবরস্থানের পাশের ডোবায় স্বামীর লাশ পড়ে আছে। উল্লাপাড়া