লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের হামলা থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূ জেসমিন আক্তারের। তার স্বামী ইটভাটার মাঝি হারুনুর রশিদও গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের নুর মোহাম্মদ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে হারুনের ছোট ভাই হিরণকে আটক করেছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, হিরণের সঙ্গে হারুনের জমি নিয়ে বিরোধ রয়েছে। পূর্বশত্রুতার জেরেই ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। হারুন ঝাউডগি গ্রামের মৃত আনিছ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাইরে শব্দ হচ্ছিল। গরু অসুস্থ হয়েছে মনে করে হারুন ঘরের বাইরে বের হন। ওত পেতে থাকা সাত-আট দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। চিৎকার দিলে স্ত্রী জেসমিন ঘর থেকে বেরিয়ে স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন তাকে কুপিয়ে হত্যা করা হয়। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো ও হারুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।