পটুয়াখালীতে নদী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন পটুয়াখালী জেলা যুবদলের নেতা-কর্মীরা। গতকাল কেন্দ্রীয় নির্দেশনায় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে লোহালিয়া নদীর তীরের পৌর শহরের চকবাজার-পুরান বাজার পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান করা হয়। উপস্থিত ছিলেন যুবদল নেতা শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
রুমি বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় তারা নদী পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন।