বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৩ আগস্ট কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আল আমিন সরকার নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। আল আমিন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মহিনুল ইসলাম।
পুলিশ জানায়, ৩ আগস্ট দুপুরে নগরীর পুলিশ লাইন্স ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এতে সাতজন গুলিবিদ্ধ ও ৩০ জন আহত হন। হামলায় তৎকালীন সরকার দলীয় নেতা-কর্মীদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের এলোপাতাড়ি পেটানোর ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।