লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা বুলেট হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আমিনুল খানসহ তিনজনের যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ আদিব আলী এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৮ জুন লালমনিরহাটের মহেন্দ্রনগরে টেন্ডার ড্রপকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে আশরাফুল ইসলাম বুলেট নামের একজন নিহত হন।
এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন বুলেটের বাবা এনামুল মাস্টার।