রূপগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মারুফ মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁওয়ে এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ডহরগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। মামলার প্রস্তুতি চলছে। মারুফ সুনামগঞ্জের গুদগাঁওয়ের ডাক্তার আলীর ছেলে।
শিশুটির বাবা বলেন, ‘মারুফ ও আমরা একই বাড়ির ভাড়াটিয়া। গার্মেন্টসে কাজ করার কারণে রাতে বাড়ি ফিরতে হয়। আমরা স্বামী-স্ত্রী কাজে গেলে মেয়েই বাড়িতে থাকে। মারুফ রাতে একা পেয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মারুফ পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।