সিরাজগঞ্জের কামারখন্দ ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কামারখন্দের সীমান্তবাজার এলাকায় গতকাল দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় পিকআপ। এতে পিকআপের চালক-হেলপার নিহত হন।
উল্লাপাড়ার বালসাবাড়িতে বাসচাপায় মারা গেছেন এক মোটরসাইকেল চালক। নিহতরা হলেন- রংপুরের ঘোড়াঘাটের মুক্তার হোসেনের ছেলে আশরাফুল (২০), মোহাম্মদ আলীর ছেলে রনি (২২) ও উল্লাপাড়া উপজেলার দুর্গানগর গ্রামের সাত্তার সরকারের ছেলে শিবির নেতা নজরুল ইসলাম (৩৫)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে সীমান্ত বাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের থামিয়ে চাকা মেরামত করা হচ্ছিল। তখন পিকআপ ভ্যান পেছন থেকে ট্রাকে ধাক্কা দেয়। পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম ওয়াদুদ হোসেন জানান, ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান। আহত হন অটোযাত্রীসহ চারজন।