কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ফুলকুঁড়ি চাইল্ড একাডেমির ৩ শতাধিক শিক্ষার্থীর মধ্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সেরনেটি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার আয়োজনে এ সবজি বীজ বিতরণ করা হয়। একাডেমি আঙিনায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন সেরনেটি বুড়িচং- ব্রাহ্মণপাড়ার উদ্যোক্তা মোবারক হোসেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ।