মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনায় জড়িত আটজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়ে। নিজ কার্যালয়ে গতকাল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, পুলিশ সুপার শামসুল আলম সরকার।
তিনি জানান, দীর্ঘদিন ধরে রাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কের নির্জন স্থানে যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে চালক-যাত্রী জিম্মি করে মালামাল লুটে করছে ডাকাতরা। একটি ডাকাতি মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতাররা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।