রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে আটক করে হয়রানিমূলক মামলা দেওয়া ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে দলের নেতা-কর্মীরা। রূপগঞ্জ প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বক্তব্য রাখেন, তারাবো পৌর বিএনপি সভাপতি আশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবীর। বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসররা রূপগঞ্জে বিএনপিকে বিতর্কিত করতে এখনো ষড়যন্ত্র করছে।
বিএনপির নির্যাতিত নেতা-কর্মীরা তাদের মামলা, অপপ্রচারসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। পিন্টুকে ব্যবসায়ীক বিরোধের জেরে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। চালানো হচ্ছে অপপ্রচার। এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।