গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে দলবদ্ধ পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। মৃত ছাব্বির হোসেন (১৮) দত্তপাড়ার জাকির হোসেনের ছেলে। পুলিশ জানায়, বুধবার রাতে পোশাক শ্রমিক আরিফ ছুটি শেষে বাসায় ফিরছিলেন। হকের মোড় এলাকায় একদল ছিনতাইকারী তার পথ রোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আরিফ বাধা দিলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাকে। তিনি চিৎকার দিলে আশপাশের লোক এসে তিনজনকে ধরে পিটুনি দেন। এতে মৃত্যু হয় সাব্বিরের। নিহতের বাবা জাকির বলেন, আমার ছেলে ছিনতাইকারী না, সে অটোরিকশা চালায়।
টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।