লক্ষ্মীপুর শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে নেমেছে পৌর কর্তৃপক্ষ। ফুটপাতে হকার বসতে নিষেধ করে মাইকিং করা হলেও তা না মানায় এ অভিযান জানান উচ্ছেদ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানের ১ ঘণ্টার মধ্যে আবার ফুটপাত ও রাস্তা দখলের অভিযোগ উঠেছে।
শহরের উত্তর তেমুহনী থেকে গতকাল সকাল ১০টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে বাজার, প্রধান সড়ক, ভক্তের গলি, গেঞ্জি হাটা, মাছবাজার, গোস্তের বাজারসহ বিভিন্ন সড়কের পাশে ফুটপাতে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় সরকার উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। অভিযানের কিছুক্ষণ পরই উত্তর তেমুহনী ও প্রেস ক্লাবের সামনে ফের দখল শুরু হয়ে গেছে। এতে জনসাধারণের ভোগান্তি লাঘব হবে না মনে করছেন তারা। স্থানীয় সরকার উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, লক্ষ্মীপুর শহরে ফুটপাত ও রাস্তা দখল হওয়ার কারণে তীব্র যানজট লেগেই থাকে। জনসাধারণের চলাচলে অসুবিধা হয়। পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। কেউ পুনরায় দখল করলে ব্যবস্থা নেওয়া হবে।