টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে রাস্তা নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন পর ওই এলাকায় রাস্তা হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। স্থানীয় কাউন্সিলর ও সিটি করপোরেশন বরাবর আবেদন করে কোনো সুরাহ না পেয়ে এলাকাসী নিজেদের অর্থ ও শ্রমে রাস্তাটি নির্মাণ করেন। জানা যায়, ২০০৫ সালে টঙ্গী পৌরসভা পানি নিষ্কাশনে ওই এলাকায় ড্রেন নির্মাণ করে। ড্রেনের ওপর স্লাব দিয়ে মানুষের চলাচলের উপযোগী করার কথা থাকলেও তা হয়নি। এতে চানকিরটেক, টেকবাড়ি, শালিকচুড়া ও গাজীপুরা দক্ষিণপাড়ার মানুষের চলার পথ বন্ধ হয়ে যায়। স্থানীয় কাউন্সিলর কাজী আবু বক্কর রাস্তা নির্মাণের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে কালক্ষেপণ করেন। সাবেক সিটি মেয়র ও সাবেক এমপিকে জানালেও কোনো কাজ হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের পর পর এলাকাবাসীর উদ্যোগে কয়েক লাখ টাকা ব্যয়ে পুরনো ওই ড্রেনে আরসিসি পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের পথ সচল রেখে রাস্তাটি নির্মাণ করা হয়।