মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া গ্রামে কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে মারা যান গৃহবধূ নাজমা। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। টঙ্গীবাড়ী থানার ওসি মুহিদূল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, কামারখাড়া গ্রামের আনোয়ার হোসেন আনু তার স্ত্রী নাজমা বেগমকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নেন। এনজিওর লোকজন কিস্তি নিতে এলে নাজমা স্বামী কাছে টাকা চান। তিনি টাকা না দিয়ে টালবাহানা করছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব চলছিল। ১৫ অক্টোবর রাতে নাজমাকে বেধড়ক মারধর করেন আনু। পরদিন টঙ্গীবাড়ী থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নাজমা। গতকাল দুপুরে কিস্তির টাকা দেওয়ার কথা বলে কামারখাড়া কবরস্থানের সামনে স্ত্রীকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। ঢাকা নেওয়ার পথে নাজমা মারা যান।