গাজীপুরের টঙ্গীতে বৈষ্যমবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার রাতে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজে এ সভায় বক্তব্য রাখেন আলাউদ্দিন মিয়া, মনিরুজ্জামান, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান, মাহিন সরকার, অয়ন, সাকিবুল হাসান, আছিয়া সুলতানা অদিতি প্রমুখ।
লুৎফর রহমান ও সাকিবুল ইসলাম বলেন, নতুন সরকার গঠনের পর কিছু লোক বিভিন্ন রাজনৈতিক ব্যানারে দখলবাজি-চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। অনেককে মিথ্যা মামলা দিয়ে উদ্দেশ্য হাসিল করছেন। এটা ঠিক নয়। অন্যায়ের প্রতিবাদে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের জন্য কাজ করতে হবে সবাইকে। সভা শেষে হতাহতদের পরিবারের খোঁজখবর নেন।