পঞ্চগড়ের এক মাদক ব্যবসায়ী যুবসমাজের আয়োজনে এক মাদকবিরোধী আলোচনায় তওবা পাঠ করে চিরতরে মাদক কারবার বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রামের ডাঙ্গা এলাকার যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে গতকাল রামের ডাঙ্গা বিদ্যালয় মাঠে মাদকবিরোধী আলোচনা সভায় তিনি তওবা করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীমা শারমীন এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, সহ সমন্বয়ক আতিকুজ্জামান আতিক, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, মুফতি ফোবায়েব আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার প্রমুখ।
রামের ডাঙ্গা এলাকায় মাদকবিরোধী কমিটি করার আহ্বান জানানোর পাশাপাশি জেলা প্রশাসক সাবেত আলী এ সময় বলেন যারা মাদকের সঙ্গে আছেন, সেবন করছেন বা ব্যবসা করছেন তাদের সব তথ্য আমাদের কাছে আছে। এক মাসের মধ্যে এসব ছেড়ে দিন। না হলে দেয়ালে দেয়ালে আপনাদের ছবি টাঙ্গিয়ে দেওয়া হবে।