শিরোনাম
৩০ অক্টোবর, ২০১৫ ১৮:২৬

৭টি সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

রিয়াজুল ইসলাম, দিনাজপুর:

৭টি সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

“মানি না, মানব না, ৭টি সৃজনশীল লিখব না” এমন স্লোগান সামনে নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

শুক্রবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে এ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা শিক্ষার্থীদের আহবায়ক  মো. ফরহাদ রেজা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষার্থীদের যুগ্ম আহবায়ক আবু কায়ছার, মো. রফিক, শিয়াব রাফসান, আবু হাসান খালিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা 'আমরা অবাক হই, খুঁজে পাই না কুল কিনারা, লিখবো ২ ঘণ্টায় ৭টি সৃজনশীল উত্তর' উল্লেখ করে বলেন, এত অল্প সময়ে আমরা ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবো কি করে। সর্বোচ্চ ২/৩টি প্রশ্নে সৃজনশীলতার সাক্ষরতা রাখি। পরে চলে পৃষ্ঠা পূরন করা অযৌক্তিক-নিষ্ঠুর প্রতিযোগিতা। তাই ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখা আমাদের পক্ষে সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, আমাদের উপর মানসিক অত্যাচার বন্ধ করতে হবে। শিক্ষা ব্যবস্থার বার বার পরিবর্তন বন্ধ না করলে আমরা বৃহৎ আন্দোলন যেতে বাধ্য হবো।  

বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৫/মাহবুব

 

সর্বশেষ খবর