৩০ অক্টোবর, ২০১৫ ১৮:২৮

বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১০৪ জন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১০৪ জন বহিষ্কার

বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১০৪ জনকে বহিস্কার করা হয়েছে।

আজ শুক্রবার পরীক্ষা শুরু হওয়ার পর অসাদুপায় অবলম্বন করার দায়ে ওই ১০৪ জনকে বহিস্কার করা হয়।

বহিস্কৃত এসব পরীক্ষার্থীকে ভ্রাম্যমান আদালত ৫শ টাকা করে জরিমানা করেছে। গোপনে এসএমএস এর মাধ্যমে ওই প্রার্থীরা পরীক্ষায় অসদুপায় গ্রহন করেছিল।

জানা যায়, শুক্রবার বগুড়া জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (লিখিত) অনুষ্ঠিত হয়। জেলা পরীক্ষার্থী ছিলেন ২৫ হাজার ৭শত ৬১ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২শত ৬৪ জন। কেন্দ্র ছিল ৩২টি। সকাল ১০ টা থেকে ১১ টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী জানান, বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১০৪ জনকে বহিস্কার করা হয়েছে। এ ছাড়া শান্তিপূর্নভাবে পরীক্ষা গ্রহণ হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর