২ নভেম্বর, ২০১৫ ০৮:৪৫

ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' নিহত এক

অনলাইন ডেস্ক

ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' নিহত এক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার কৈরইতলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্ধুকযুদ্ধে’ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিলন সাহা নামে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। রবিবার )দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ র‌্যাব-৬’র মেজর মো. সুরুজ মিয়া জানান, রাত দেড়টার দিকে কৈরইতলায় র‍্যাব-৬ সদস্যরা টহল দিচ্ছিল। ওই সময় মোটরসাইকেলযোগে তিন আরোহী ওই সড়ক দিয়ে যাচ্ছিল। মোটরসাইকেলের আরোহীদের থামতে র‌্যাব সদস্যরা সিগন্যাল দিলে তারা প্রথমে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

আত্মরক্ষায় র‍্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে মোটরসাইকেলের পেছনের আরোহী গুলিবিদ্ধ হন। তবে অপর দুই আরোহী পালিয়ে যান।

গুলিবিদ্ধ ব্যক্তিকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান
মেজর মো. সুরুজ মিয়া

বিডি-প্রতিদিন/২ নভেম্বর ২০১৫/শরীফ

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর