২ নভেম্বর, ২০১৫ ১০:৪০

রৌমারী ভূমি অফিসে মোবাইল প্রযুক্তির ব্যবহার শুরু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রৌমারী ভূমি অফিসে মোবাইল প্রযুক্তির ব্যবহার শুরু

কুড়িগ্রামের রৌমারী উপজেরা সাব-রেজিস্ট্রার সাজাহান আলী তার দফতরে ভূমির দলির হস্তান্তরের ক্ষেত্রে মোবাইল প্রযুক্তির ব্যবহার শুরু করেছেন। এ পদক্ষেপে খুশি দলিল গ্রাহকরা।  একে যুগান্তরকারী পদক্ষেপ বলছেন তারা। জমি গ্রহিতার যাতে তাদের দলিল পেতে হয়রানির শিকার হতে না হয় ও মূল দলিল ধ্বংসের হাতে না পরে সেই লক্ষ্যে তিনি মোবইল প্রযক্তির মাধ্যমে গ্রহীতারা যাতে দলিল পায় এই ব্যবস্থা চালুর পদক্ষেপ হাতে নিয়েছেন।
সাব- রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, একজন জমি গ্রহীতা যদি দুই বছরের অধিক কাল তার দলিল গ্রহণ না করে তাহলে সম্পত্তি হস্তান্তর আইনের ৮৫ ধারা মোতাবেক ওই দলিল পুড়িয়ে ফেলা হয়। অপরদিকে জমি রেজিস্ট্রেশনের দিন থেকে কত দিন পরে মূল দলিল পাওয়া যাবে তার সঠিক কোনো তারিখ না থাকায় হয়রানি হতে হয় জমি গ্রহীতাদের। গ্রাহকদের এই অসুবিধা থেকে রেহাই দেয়ার জন্য মোবাইল প্রযুক্তির ব্যবহার শুরু করেন তিনি। কিভাবে মোবাইলের মাধ্যমে গ্রহীতা তার দলিল ফেরত পাবে এ প্রসঙ্গে তিনি গত শনিবার রৌমারী উপজেলা হল রুমে দলিল লেখকদেরকে দিকনির্দেশনা দেন।


বিডি-প্রতিদিন/২ নভেম্বর ২০১৫/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর