২৪ নভেম্বর, ২০১৫ ২০:৫২

১৬৫টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

 ১৬৫টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ও কদমবাড়ী থেকে ১৬৫ বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে  দু'মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক র‌্যাবের সহায়তায় রাজৈর উপজেলার আমগ্রাম ও কদমবাড়ী বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় আমগ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে অসীম রায়কে ১২৪টি এবং কদমবাড়ী থেকে নিরাশা বাড়ৈর ছেলে রঞ্জন বাড়ৈর ও বিজয় বৈরাগীর ছেলে বিমল বৈরাগীকে ৪১টি কচ্ছপসহ আটক করে।

বিকেল ৫টার দিকে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে কচ্ছপগুলো বন বিভাগের কর্মকর্তা কাছে হস্তান্তর করা হয়।

বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৫/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর