২৪ নভেম্বর, ২০১৫ ২১:০৪

নারায়ণগঞ্জে ৩ ডাকাতকে যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জে ৩ ডাকাতকে যাবজ্জীবন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডাকাতি মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি কবির হোসেন ফেলা আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই দণ্ডপ্রাপ্ত দ্বীন ইসলাম ও রাঙ্গা বাবুল পলাতক রয়েছেন।

সাজাপ্রাপ্ত প্রত্যেকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন জানান, ২০০৮ সালের ১২ মার্চ ফতুল্লার মাহমুদপুরে সাধু মাদবর রোডে ডাকাতির প্রস্তুতিকালে কবির হোসেন ফেলা, দ্বীন ইসলাম ও রাঙ্গা বাবুলকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মো. হাসান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর