২৬ নভেম্বর, ২০১৫ ১৯:৩৭

বরাদ্দ নিয়ে বিশ্বনাথে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান রক্তক্ষয়ী সংঘর্ষ

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট):

বরাদ্দ নিয়ে বিশ্বনাথে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান রক্তক্ষয়ী সংঘর্ষ

বরাদ্দ নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার বিকেল পৌনে ৪টায় স্থানীয় বাসিয়া ব্রীজের উপর দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে অনন্ত ২০জন আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, বৃহষ্পতিবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আহমেদ নূর-উদ্দিনের মধ্যে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় আহমেদ নূর-উদ্দিনের অনুসারীরা হল রুমে প্রবেশ করে উপজেলা চেয়ারম্যানের উপর হামলা চালায়। এ ঘটনার জের ধরে পরে বিকেল পৌনে ৪টায় দেশীয় অস্ত্র নিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পক্ষের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। পরে রাবার বুলেট, টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অনন্ত ২০জন আহত হন। দু'দফা সংঘর্ষে উভয় পক্ষের আহতদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, অলংকারী ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, আবদুল হক, নিজাম, ইমন, শাহিন, ওয়াসিম, জুনাই, রুবেল, সাজন, জিতু, লিঠন, সমর, জুনাব আলীর নাম জানা গেছে। বাকীদের নাম পাওয়া যায়নি।

এ বিষয়ে কথা হলে উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নূর-উদ্দিন বলেন, দীর্ঘ দু'বছরেও চেয়ারম্যান আমাদের কোন বরাদ্দ দেননি। এডিপির বরাদ্দ তিনি নিজে আত্মসাৎ করেছেন। আমাদের না জানিয়েই পরিষদের প্রকল্প নেওয়া হয়। আজকের সভায় ম্যানুয়েল দেখিয়ে আমাদের অধিকারের কথা বললে চেয়ারম্যান ক্ষেপে যান।

বক্তব্য জানতে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর