২৭ নভেম্বর, ২০১৫ ১৯:০২

বগুড়ায় পুলিশের সিগন্যাল অমান্য করায় গুলি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় পুলিশের সিগন্যাল অমান্য করায় গুলি

বগুড়ায় পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এক মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে শর্টগানের গুলি চালিয়েছে পুলিশ।

গুলিতে আহত মোটরসাইকেল আরোহী বগুড়া সদর উপজেলাপর চান্দপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র রুবেল হোসেনকে (৩৬) বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আজ শুক্রবার বিকালে বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় পুলিশ চেকপোস্টে যানবাহন তল্লাশি করছিলো পুলিশ। এ সময় মোটরসাইকেল আরোহী রুবেলকে থামতে বলে পুলিশ সদস্যরা। রুবেল সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত পুলিশের সন্দেহ হয় এবং শর্টগান থেকে এক রাউন্ড গুলি করে। এতে আহত হয় রুবেল।

বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, দায়িত্বরত পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় তাকে সন্দেহ করা হয়েছিলো। এ কারণে দায়িত্বরত পুলিশ গাড়িটি থামানোর জন্য শর্টগান থেকে এক রাউন্ড গুলি করে।

বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর