২৭ নভেম্বর, ২০১৫ ১৯:৫৬

অনুপ্রবেশকালে কুমিল্লায় ২ শিশুসহ আটক ২৭

কুমিল্লা প্রতিনিধি:

অনুপ্রবেশকালে কুমিল্লায় ২ শিশুসহ আটক ২৭

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২শিশুসহ ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। জেলার আদর্শ সদর উপজেলার কেরানীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আজ শুক্রবার সন্ধ্যায় আটককৃতদের কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ১৮ জন পুরুষ, ৭ জন নারী ও ২ শিশু নিয়ে সীমান্ত পিলার নং-২০৮২/৬-এস এর নিকট কুমিল্লা সদর উপজেলার কেরানীনগর এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এসময় তাদের নিকট কোন পাসপোর্ট-ভিসা না থাকায় কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গোলাবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের বাড়ি বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় বলে বিজিবি জানিয়েছে।

কুমিল্লা ১০ বিজিবির সহকারী পরিচালক গাজী আবুল হাশেম চৌধুরী জানান, আটককৃতদের নিকট ভারত থেকে বাংলাদেশে প্রবেশের বৈধ কোন কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছ বলেও তিনি জানান।

বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর