২৮ নভেম্বর, ২০১৫ ১৭:৫৮

'সাম্প্রদায়িকতার জঞ্জাল পরিস্কার করতে হবে'

ফেনী প্রতিনিধি:

'সাম্প্রদায়িকতার জঞ্জাল পরিস্কার করতে হবে'

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি নিশ্চিত করতে সাম্প্রদায়িকতার জঞ্জাল পরিস্কার করতে হবে। উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র অব্যাহত রাখতে ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি হতে হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো রাজনীতি থাকবে না।

আজ শনিবার ফেনীর মিজান ময়দানে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সফি উদ্দিন আহমেদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, জনসংযোগ সম্পাদক মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জেলা জাসদের সহসভাপতি কাজী আবদুল বারী ১৪ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে তথ্যমন্ত্রী দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় পতাকা ও দলীয় এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর