২৮ নভেম্বর, ২০১৫ ১৮:২৪

নোয়াখালীতে হরিনসহ ৮ পাচারকারী আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে হরিনসহ ৮ পাচারকারী আটক

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর ঝাগলার চর মোহনায় বরিশালগামী পণ্য বোঝাই একটি ট্রলার থেকে একটি হরিন ও এক হাজার মিটার বিন্দিজালসহ আট পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

ধৃত পাচারকারীরা হলেন-গিয়াস উদ্দিন(৪০), মো: সোহরাব(৩০), মো: সাখাওয়াত হোসেন(১৪), জহির(২০), কবির হোসেন(২৬), আশ্রাফ হোসেন(৩০), কান্তিলাল(৩৮), মো: সাইফুল(২৫)। তাদের প্রত্যেকের বাড়ি হাতিয়ার রামচরন এলাকায়।

কোস্টগার্ডের হাতিয়া ষ্টেশন কন্টিজেন্ট কমান্ডার আমিনুল হক জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা নিয়মিত টহলের সময় মেঘনার ঝাগলার চর মোহনায় পণ্য বোঝাই একটি ট্রলার নঙ্গর করা অবস্থায় দেখতে পায়। পরে নিকটে গিয়ে হরিন ও জালসহ আট পাচারকারীকে আটক করে।

পরে হরিনটি বন কর্মকর্তাদের উপস্থিতে বাগানে অবমুক্ত করা হয় এবং জালগুলি পুড়িয়ে ফেলা হয়। পাচারকারীদেরকে থানায় সোপর্দ করা হয়।

বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর