৩০ নভেম্বর, ২০১৫ ১৭:১১

চাঁদপুরে খাবারে বিষ, অসুস্থ ৪ আটক ২

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে খাবারে বিষ, অসুস্থ ৪ আটক ২

চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলায় এক পরিবারে রাতের খাবারের সাথে দুর্বৃত্তদের মিশানো বিষক্রিয়ায় ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার রাতে উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়নের সাকচিপাড়া গ্রামের খালেক সর্দারের বাড়িতে এই ঘটনা ঘটে।

এ ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে একই উপজেলার বাখরপাড়া গ্রামের মোফাজ্জলের ছেলে মো. ওয়াসিম  (২৫) ও তার সহযোগী ইসমাইল হোসেন (২৬)।

অসুস্থদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এরা হলেন, সাকচিপাড়া গ্রামের খালেক সর্দার বাড়ির প্রবাসী শাহআলমের স্ত্রী কুলছুমা (৩৫), তার মেয়ে শান্তা (১৪), সুমাইয়া (১২) ও সাদিয়া (৬)।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী শাহআলমের স্ত্রী কুলছুমা বেগম বলেন, রবিবার সন্ধ্যায় তার বোনের ছেলে মো. ওয়াসিম মেহমান হিসেবে বাড়িতে আসে। পরে সে খাবার খেতে রান্না ঘরে যায়। তারপর সে না খেয়ে চলে যায়। রাত ৯ টার দিকে প্রথমে আমার মেয়েরা ও পরে আমি ভাত খেয়ে মেয়েরা জ্ঞান হারিয়ে ফেলি। পরে বাড়ির লোকজনকে বিষয়টি জানানো হয়। বাড়ির লোকজন ওয়াসিমের ফাঁদের বিষয়টি বুঝতে পেরে রাতে পাহারা দেয়। ওয়াসিম ৪/৫ জন যুবককে নিয়ে আমার ঘরে ঢুকে পড়ে। ওইসময় ওঁতপেতে থাকা লোকজন তাদের ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয়।

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অসুস্থ্য মা-মেয়েরা আশংকামুক্ত রয়েছে।

দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর