৩০ নভেম্বর, ২০১৫ ১৮:৩৫

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই মোটসাইকেল আরোহী নিহত

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ:

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই মোটসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ সোমবার বিকালে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন কোটচাঁদপুরের বামুনদাহ গ্রামের জাহাঙ্গীর সিদ্দিকীর ছেলে রাব্বি আজাদ সিদ্দিক (২৮) ও অজ্ঞাত (৪০)।

পুলিশ জানায়, বিকাল ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা-কড়ইতলা নামক স্থানে দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। আহত ৪ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত্যু ঘোষণা করেন।

অপরদিকে বিকাল ৪টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঝিনাইদহ টিভি সেন্টার এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় বাসযাত্রী চুয়াডাঙ্গা জেলার আব্দুস ছাত্তারের স্ত্রী মরিয়ম খাতুন (২৫), হাসান আলী (৩০) ও তার স্ত্রী মিতা খাতুন (২৫) ও তার ছেলে মাহিন (৩), এস.এম হাসান (৭৪), তার স্ত্রী সাহিদা খানম (৬৮) ও তার মেয়ে আছমা ইয়াসমিন রোমা (৪০), রাব্বি আজাদ সিদ্দিক (২৮) সহ ১০ জন আহত হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর