৩০ নভেম্বর, ২০১৫ ২২:৫৮

ইবিতে ভুয়া শিক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক

ইবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলাকালে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার সকাল ১০টা থেকে সি ইউনিটের সাক্ষাৎকার গ্রহণের সময় এ ঘটনা ঘটে।

সাক্ষাৎকারে সি ইউনিট সম্বনয়কারী প্রফেসর.ড. আসাদুজ্জামান দ্বিতীয় শিফটের মেধা তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মওদুদ আহমেদ জীবন নামে এক শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। উত্তর দিতে জীবন ইতস্তত করলে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দিলে তিনি সব স্বীকার করে।

আটককৃত শিক্ষার্থী মওদুদ আহমেদ জীবন মেহেরপুর জেলা, গাংনী থানার সাহারবাটি গ্রামের মাসুদ পারভেজের ছেলে। রিপন নামে এক শিক্ষার্থী এক লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে তার বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে বলে জানায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর