শিরোনাম
১ ডিসেম্বর, ২০১৫ ১৫:২১

'শান্তিচুক্তি বাস্তবায়ন না করা মানবাধিকার লঙ্ঘন'

অনলাইন ডেস্ক

'শান্তিচুক্তি বাস্তবায়ন না করা মানবাধিকার লঙ্ঘন'

ফাইল ছবি

সরকার ১৮ বছর ধরে পার্বত্যচুক্তি বাস্তবায়ন না করে মানবাধিকার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

মঙ্গলবার খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলনকক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে আয়োজিত দু’দিনের ‘মানবাধিকার সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার পার্বত্যবাসীর সঙ্গে সমস্যা সমাধানে লিখিত চুক্তি করেছে। এটা রাষ্ট্রের অঙ্গীকার। এ অঙ্গীকার থেকে পিছিয়ে আসাটা প্রতারণা।’

পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মানবাধিকার কমিশনের প্রতিনিধি খান মো. রফিকুল ইসলাম ও বিশিষ্ট উন্নয়ন সংগঠক মথুরা বিকাশ ত্রিপুরা।

বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর