১ ডিসেম্বর, ২০১৫ ১৮:৪৭

নীলফামারীতে ২ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ২ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নীলফামারীতে পৃথক দু’টি হত্যা মামলায় চাচা-ভাতিজাসহ ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন পৃথক দুই আদালত।

এর মধ্যে ডিমলা উপজেলায় স্ত্রী সন্ধ্যা রাণী রায়কে হত্যার দায়ে স্বামী বিপুল চন্দ্র রায়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর।

দণ্ডপ্রাপ্ত বিপুল চন্দ্র রায় নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাতজান গ্রামের মৃত সতিশ চন্দ্র রায়ের ছেলে।

অন্যদিকে, জেলার সৈয়দপুর উপজেলায় কৃষক সফিয়ার রহমানকে চোর সন্দেহে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পীরপুকুর পাড়া গ্রামের মকিম উদ্দিনের বড়ছেলে মোসলেম উদ্দিন, ছোট ছেলে বাবুল হোসেন বাবলু, মকিমের বড়ভাই মৃত আলিম উদ্দিনের বড় ছেলে আব্দুল মজিদ ও ছোট ছেলে মোসলেম উদ্দিন এবং তার নাতী সাইফুল ইসলাম। এদের মধ্যে আব্দুল মজিদ  মামলার পর থেকেই পলাতক রয়েছেন।

বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর