৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৩৪

'কাওমী মাদ্রাসায় হামলা বরদাস্ত করা হবে না'

নেত্রকোনা প্রতিনিধি:

'কাওমী মাদ্রাসায় হামলা বরদাস্ত করা হবে না'

বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত মাওলানা শাহ্ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর বলেছেন, কাওমী মাদ্রাসাগুলো হচ্ছে নীতিবান, আদর্শবান, দেশপ্রেমিক, মানুষ তৈরির কারখানা, কাওমী শিক্ষা সুখী-সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে ওহীভিত্তিক ইসলামী জীবনাদর্শ শিক্ষা ও চর্চার মাধ্যমে মানব জাতির ইহ্কালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে নৈতিক চরিত্রবান মানুষ গড়ে তুলছে। 

তিনি বলেন, অত্যন্ত দুঃখ জনক বিষয় হচ্ছে, সাম্প্রতিক সময়ে ব্রা‏হ্মনবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে কাওমী মাদ্রাসাগুলোতে হামলা হচ্ছে। এ হামলা আমরা বরদাস্ত করব না। 

রবিবার দুপুরে জেলা শহরের বড় বাজার জামে মসজিদ প্রাঙ্গণে হাফেজ্জী হুজুর (রা.) সমাজ কল্যাণ পরিষদ, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে ইসলাহী মাহফিলে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। 

নেত্রকোনা জেলা খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে ইসলাহী মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজী হুজুর (রা.) সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, খেলাফত আন্দোলনের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী আলহাজ কারী আব্দুর রকিব, মাওলানা আব্দুল মতিন, মাস্টার রফিকুল আলম, হাফেজ আনোয়ার শাহ্, মাওলানা হোসাইন আহম্মদ, মাওলানা নিজাম উদ্দিন ও গাজী আব্দুর রহিম প্রমুখ। 

 

বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর