৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৩৯

মানবতাবিরোধী অপরাধে জাতীয় পার্টির ২৫ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি:

মানবতাবিরোধী অপরাধে জাতীয় পার্টির ২৫ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য এম এ হান্নান ও সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ২৫ জনের বিরুদ্ধে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলি আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

রবিবার দুপুরে মামলাটি দায়ের করেন ত্রিশাল উপজেলার কানিহারী গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম। কোর্ট ইন্সপেক্টর নওজেশ আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন: শামসুল হক বাচ্চু, মাওলানা মোফাজ্জল হোসেন, মোখলেসুর রহমান মুকুল, রাজাকার কমান্ডার আদিল, শামসুল হক ফকির, সাইদুর রহমান রতন, মুকুল মাস্টার, মৃত আব্দুল খালেক, মৃত আব্দুল লতিফ, মৃত গেদু চেয়ারম্যান, মৃত মাওলানা খালেক, আসমত আলী ফকির, নুরুল হক ফকির, নজরুল ইসলাম ফকির, সুলতান ফকির, মৃত অ্যাডভোকেট সিরাজুল, মৃত মো. ফারুক, মোর্শেদ আলী, কফিল উদ্দিন, হেলাল উদ্দিন, ইব্রাহিম মিয়া, খাদেম আলী ও বাদল মিয়া। 

মামলার আইনজীবী আব্দুর রহমান আল হোসাইন তাজ জানান, বিজ্ঞ বিচারক মিটফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করেন। তিনি জানান, ১৯৭১ সালের ২১ এপ্রিল ত্রিশাল উপজেলার কালিরবাজার ও কানিহারী গ্রামে পাক বাহিনী ও তাদের দোসররা শতাধিক গণহত্যা চালায়। বর্তমান সংসদ সদস্য এম এ হান্নানের নির্দেশে আনিসুর রহমান মানিকসহ অন্যান্য রাজাকাররা সকাল থেকে দুপুর পর্যন্ত ওই গ্রামের বাসা-বাড়িতে অগ্নিসংযোগসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এছাড়াও আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ধর্ষণ, লুণ্ঠন ও বাড়ি পোড়ানোসহ নানা অভিযোগ আনেন মামলার বাদী আবুল কালাম।

এর আগে ২০১৫ সালের ১৯ মে ত্রিশালের বৈলর মুন্সীপাড়া এলাকার রহিমা খাতুন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে বর্তমান এমপি এম এ হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে একটি মামলা করেন। আর ২৮ ডিসেম্বর সাবেক এমপি আনিসুর রহমান মানিকসহ ১২ জনের বিরুদ্ধে ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের শহীদ ইউনুস আলীর ছেলে মো. রুহুল আমীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলি আদালতে মানবতাবিরোধী অপরাধে মামলা করেন। 

 

বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর