৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৫৪

বরিশালে ৪০ মণ জাটকা জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৪০ মণ জাটকা জব্দ, জরিমানা

বরিশাল সদর উপজেলার লাহারহাটে অভিযান চালিয়ে শিকার নিষিদ্ধ ৪০ মণ জাটকা জব্দ করা হয়েছে। সোমবার সকালে জব্দকৃত জাটকা পরিবহনের দায়ে ১১ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চন্দ্র চৌধুরীর উপস্থিতিতে আটকৃত জাটকা এতিমখানা এবং বিভিন্ন লিল্লাহ বোডিংসহ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বরিশালের মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, গতকাল রবিবার রাতে ভোলা থেকে বরিশালে পাচারের সময় লাহারহাট এলাকায় নৌ পুলিশের চেক পোস্টে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৭৫৩৬) থামার সিগন্যাল দেয়। পরে ধাওয়া করে রূপাতলী এলাকায় ট্রাকটি আটক করে ১৭টি মাছের ঝুড়ির মধ্যে ৫টিতে থাকা ৪০ মণ জাঁটকা ও ১১ জন জাঁটকা পরিবহনকারীকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন কামাল মাল, আমির হোসেন, মজিদ, আমির হোসেন, আলাউদ্দিন, বিল্লাল, লিটন, আবুল কাসেম, ফিরোজ, শাহে আলম ও রত্তন চন্দ্র বেপারী। 

সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারে আটক হওয়া ব্যক্তিদের প্রত্যেককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাটকা মাদ্রাসা, এতিমখানাসহ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। 


বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর