শিরোনাম
১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৪২

বাঘের কামড়ে গুরুতর আহত শ্রীবর্দীর মেয়র

শেরপুর প্রতিনিধি:

বাঘের কামড়ে গুরুতর আহত শ্রীবর্দীর মেয়র

শ্রীবর্দী পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু সাঈদ আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘের কামড়ে গুরুতর আহত হয়েছেন। মেয়রকে বাচাঁতে উৎসুক জনতা ঘটনাস্থলেই বাঘটিকে মেরে ফেলে। এ ঘটনা ঘটে পৌর এলাকার ঝালকাটা এলাকায়। মেয়রকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।   

পুলিশ ও প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, আজ সকালে একটি বাঘ লোকালয়ে এসে পড়ে। দূর থেকে এলাকার লোকজন বাঘটি দেখতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে ৩/৪ জন লোক নিয়ে মেয়র ওই এলাকায় বাঘ দেখতে গেলে আচমকা বাঘটি মেয়রকে আক্রমণ  করে মেয়রের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে থাবা বসায়। এ সময় উৎসুক হাজারও  জনতা বাঘটিকে মেরে ফেলে মেয়রকে বাঘের  হাত থেকে  রক্ষা  করে। বাঘটি চিতা বাঘ বলে জানিয়েছে শ্রীবর্দী  থানার ওসি এস আলম। এ ধরনের চিতা বাঘ দীর্ঘদিন যাবৎ এলাকায় দেখা যায়নি  বলে এলাকাবাসী জানিয়েছে। কোথা থেকে এ বাঘ আসল কেউ  বলতে পারে না। তবে ঘটনাস্থলের অনেক দূরে সামান্য বন জঞ্জল আছে। বনে খাদ্য সংকটের কারণে বাঘটি লোকালয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। মৃত বাঘটিকে  বর্তমানে শ্রীবর্দী উপজেলা নির্বার্হী কর্মকর্তার হেফাজতে রাখা  হয়েছে। হাজার হাজার জনতা বাঘটি দেখতে ভীড় জমাচ্ছে।         

 

বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর